সদুত্তরের নানা কৌশল ( আঞ্চলিক কথা কেচকি মাইর)
১, শ্রেষ্ঠ কৌশল বিভ্রান্ত করে দেওয়া
কেউ আপনাকে অপমান করলে একটু থেমে তাকে বলুন আপনি ঠিক আছেন তো?
প্রায় সময় এটি কাজকরে
২ যদি মনে করেন কেউ মিথ্যে বলছে তাহলে তার চোখে চোখে তাকান সরা সরি আর কিছু বলবেন না
৩। আপনি যদি তর্কে থাকেন
স্বর রাখুন শান্ত এতে তাদের ধারনা হবে আপনি জিতছেন এই তর্কে
৪। ভাল দেহ ভঙ্গি বাড়ায় আত্ম বিশ্বাস
শরীর ছড়িয়ে বসুন জায়গা নিন বাড়বে আত্ম বিশ্বাস
৫। এভাবে শুরু করুন আমি আপনাদের সহায়তা চাই
মানুষ কাউকে সাহায্য না করার অপরাধ নিতে চায় না
তাই কারো কাছে সাহায্য চাইলে বলুন আমি আপনাদের সহায়তা চাই এতে তা পাবার সম্ভাবনা অনেক বাড়ে
৬। আপনি কাউকে যদি চাণ আপনার কথার সাথে সম্মতি দিবেন তাহলে কথা বলার সময় মাথা নিচু করুন এতে অন্যরা সাথা সাথে মাথা নোয়াবেন আর অবচেতনে ভাব বেন তারা আপনার সাথে সম্মত