১। কর্মস্থলে অনিচ্ছায় ভুল ত্রুটি করলে দ্রুত বসকে জানাবেন কলিগ জানার আগে, কলিগ আগে জানলে ভুল ইনফরমেশন বসের কাছে যেতে পারে।
২। ছুটির কথা জানাবেন না। কখন কই যাবেন। মনজুর হলে জানাতে পারেন।
৩। বস কোন কাজের জন্য বাহবা দিলে কলিগকে বলবেন না।
৪। নতুন চাকরি খুঁজছেন কি না, এটা ছাড়বেন কি না তা জানাবেন না কলিগকে।
৫। বসের বদনাম কলিগের সামনে করবেন না।
৬,। নিজের ভবিষ্যতের চিন্তা ভাবনা পারিবারিক বিষয় কলিগের সাথে আলাপ নয়।
৭। কথা কম, গালগল্প কলিগের সাথে কম।
৮। কলিগ ভাল মন্দ তার প্রশংসা করুন তবে নিজের উপর আঘাত এলো অংকুরে থামিয়ে দিন।
৯। নিজের বেতন, বোনাস, ওভার টাইম, ইনক্রিমেন্ট নিয়ে আলাপ নয়।
১০। কলিগ বন্ধু নয়।
বাস্তব অভিজ্ঞতা। সংকলিত আংশিক।