সেপ্টেম্বর হল ব্লাড ক্যানসার সচেতনতার মাস
১। ব্লাড ক্যানসারের উৎস হল রক্ত উৎপাদী টিস্যু বা ইমিউন সিস্টেমের অভ্যন্তরস্থ টিস্যু।
২। আছে বিভিন্ন ধরনের ব্লাড ক্যানসার: ক্যানসারের উৎস স্থল ভেদে,যে কোষে প্রভাব ফেলে এর ভিত্তিতে প্রতিটির থাকে অনন্য লক্ষণ উপসর্গ।
৩। ক্যানসারের লক্ষণ উপসর্গ অনেক সময় চিহ্নিত করা কঠিন হতে পারে, অনেক রোগির কোন উপসর্গই থাকেনা
৪। যে কোন অটল, উদ্বেগজনক উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের নজরে আনতে হবে।
ধরন
১। লিউকেমিয়া
যে ক্যানসার উদ্ভুত হয় রক্ত জনন কারী টিস্যু যেমন অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে।
২। লিম্ফোমা: যে ক্যানসার উদ্ভুত হয় দেহের ইমিউন সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম থেকে।
৩। মায়েলোমা ( মাল্টিপল মায়েলোমা)
যে ক্যানসার উদ্ভুত হয় দেহের প্লাজমা কোষ থেকে,এরা হল শ্বেত কণিকা যেগুলোর সৃস্টি হয় অস্থি মজ্জায়।এই রোগে অসবাভাবিক প্লাজমা কোষ জমা হয় আর এরা অস্থি মজ্জা কে ছাড়িয়ে যায়।