স্ট্রোকের পর জীবন যাপনে প্রয়োজন শৃঙ্খলা। ফিজিও থেরাপি, ওষুধ, খাদ্যাভ্যাস-সহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। পুনরায় যাতে স্ট্রোক না হয় সেজন্যও সতর্ক থাকতে হয়, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও ডাক্তারি পরামর্শ নিতে হয়। স্ট্রোকের পর জীবনযাপনে নানা সমস্যা মোকাবিলা করতে হয়, এর জন্য আছে নানান ব্যবস্থা।
১। পেশি দুর্বলতা ব্যালেন্স সমস্যা: দরকার পিটি আর ওটি (ফিজিকেল থেরাপি আর অকুপেশনাল থেরাপি)
২। কথা বলতে সমস্যা: স্পিচ থেরাপি
৩। টক থেরাপি সাইকোলজিস্ট
৪। আরেকটি স্ট্রোক প্রতিরোধ
- ওষুধ
- স্বাস্থ্যকর অভ্যাস
- অনেকের ক্ষেত্রে সার্জারি
৫। ওষুধ সমস্যা: থাকতে পারে
- ডায়াবেটিস
- উচ্চ রক্তচাপ
- হাই কোলেস্টেরল
- কিডনি রোগ
- অ্যাট্রিয়াল ফিব্রিলেশন
লাগতে পারে: এন্টি প্লাটিলেট, এস্পিরিন
৬। কিছু জিনিষ নজর করা
- ওজন কত দেখা
- শরীর চর্চা
- সব ক্ষেত্রে ডাক্তারি পরামর্শ
- ধুমপান করলে ছাড়তে হবে
৭। ফুড শিফট
বেশি ফল সবজি হোল গ্রেন, মাছ , বাদাম্ লো ফ্যাট দুধ জাত দ্রব্য, চিনি, চর্বি, মিষ্টি বাদ।
৮। অনেক সময় করা হয় কেরটিড ধমনি সার্জারি
৯ । বেলুন আর স্টেন্ট