হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়াকে মেডিকেলের পরিভাষায় বলে syncope (fainting, unconscious)
হঠাৎ কেউ অজ্ঞান কেন হয়?
১) বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ বসা বা শোয়া থেকে দাঁড়িয়ে গেলে হয়। ( হঠাৎ বসা বা শোয়া থেকে দাঁড়িয়ে যাওয়ার কারণে অভিকর্ষের প্রভাবে কিংবা রক্তনালির রোগীর,কিংবা অনিয়মিত হৃদস্পন্দনের কারণে রক্ত চাপ কমে গিয়ে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয়।)
২)যাদের রক্ত চাপ কম থাকে
৩)হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যাওয়া,যেমনঃ Heart Failure
৪)হৃদপিন্ডের ভালভের রোগ
৫)রক্তস্বল্পতা
৬)পানিশূন্যতা
৭)ফুসফুসের অসুখ
৮)কিছু রক্তচাপ কমানোর ঔষধ
রোগনির্ণয়
১)রোগের ইতিহাস
২)রক্ত চাপ পরিমাপ
৩) রক্তের শর্করা পরিমাপ
৪) ইসিজি
৫) Tilt Table Test
৬)অনিয়মিত হৃদস্পন্দনের ক্ষেত্রে Holter Test
হঠাৎ অজ্ঞান হলে চিকিৎসা কী?
কারণ অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে।
হঠাৎ অজ্ঞান হলে কী করবেন?
-লক্ষণের ইতিহাস পরিপূর্ণভাবে সংরক্ষণ করতে হবে এবং কোন সময় ঘটে সেইদিকে খেয়াল রাখতে হবে
-পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
-যখনি লক্ষণ দেখা দিবে সাথে সাথে বসে বা শুয়ে পড়তে হবে, সম্ভব হলে পর্যাপ্ত পানিপান করতে হবে, ডায়াবেটিস রোগী হলে এবং ব্লাড স্যুগার কমে গেলে কিছু খাবার গ্রহণ করতে হবে।
-যদি অজ্ঞানের সাতগে বুকে ব্যাথা,শ্বাস কষ্ট কিংবা পূর্বের হৃদপিণ্ডের অসুখের ইতিহাস থাকে,কালবিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
হঠাৎ অজ্ঞান হলে বর্জনীয়
-Syncope কে কখনো অবহেলা করা যাবেনা,চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে।
-অজ্ঞান হওয়ার পর বিপদ হতে পারে এমন কাজ করা যাবে না, যেমনঃগাড়ি চালানো