হরমোনের রহস্যময় জীবন
১।পুরুষের কি হয় ঋতু বন্ধ নারীদের মত?
না। নারীদের হয় ঋতু বন্ধ ।পিরিয়ড বন্ধ হয় ।হরমন মানে আসে নাটকীয় পরিবর্তন । সন্তান উৎপাদনের ক্ষমতা আর থাকেনা । পুরুষদের তেমন হটাত হরমোন মানে পরিবর্তন ঘটেনা ।তাদের প্রজনন ক্ষমতা থাকে । টেঁসটোসটেরন মান ধীরে ধীরে নামে । . ২হরমোন কি ক্ষুধা র সাথে জড়িত ?
দুটো ভিন্ন হরমোন ।একটি ঘ্রেলিন ঃ শরীরকে সংকেত পাঠায় খাওয়ার সময় হল । আরেকটি হল লেপ টিন । শরীরকে বলে এবার পেট ভরাট ,খাওয়া শেষ । ওজন হ্রাস আর স্থূলতার সাথে এদের সম্পর্ক নিয়ে চলছে গবেষণা ।
৩। নারীরা কি পুং হরমোন টেঁস ট স টে রো ন হরমোন একেবারেই তৈরি করতে পারেনা ?
পারে তবে পুরুষের চেয়ে অনেক কম । এই হরমোন দেয় মুখে আর শরীরে লোম , গভীর কণ্ঠস্বর আর শুক্রাণু ।নারিদের ক্ষেত্রে এই হরমোন সেক্স ড্রাইভ কিছুটা সঞ্চার করে ।
৪। থাইরয়েড গ্রন্থি বেচাল হলে কি ওজন বাড়তে পারে ?
থাইরিয়েড যে হরমোন গুলো উৎপাদন করে সেগুলো নিয়ন্ত্রণ করে দেহের বিপাক । কত দ্রুত শরীর খাদ্যকে এনার্জিতে রূপান্তরিত করবে । গ্রন্থি যখন এই হরমোন যথেষ্ট উৎপাদন করেনা তখন একে বলে হাইপোথাইরয়ডিজম । এর একটি উপসর্গ হল শরীরে ওজন বৃদ্ধি । তখন চিকিৎসক দেখাতে হবে ।
৫। অনেক নারীর মাথা ধরে কি হরমোন এর কারণে ?
স্ত্রী হরমোন ইসটরজেন মান খুব কমে গেলে
নারীর হরমোন ইসটরজেন আর আরেকটি হরমোন প্রজেসটেরন মান পিরিয়ড হওয়ার আগে আগে নেমে যায় । অনেক নারীর সে সময় মিগ্রেন হয় ।
৬। হরমোনে পরিবর্তন কি ঘটাতে পারে ব্রুন ?
অনেক টিন এজারদের মুখে ব্রণ দেখা দেয় বয় সন্ধিতে হরমোন উৎসারের জন্য । হরমোন মান বাড়লে ত্বকে তৈরি হয় বেশী তৈল । তৈল রোমকূপে আটকে গেলে হতে পারে ব্রন । ব্যাকটেরিয়া আসে ত্বকে । নারীদের পিরিয়ডের আগে হরমোনের শিফট হওয়াতে একটি কারণ হতে পারে ।
৭। হরমোন কি ঘুম আনতে সহায়তা করতে পারে ?
হরমোন মেলাটোনিন শরীরকে জানায় এবার ঘুমানো চাই । অনেকে ঘুমের সমস্যায় নেন মেলাটোনিন সাপ্লিমেন ট স
৮। হিউমান গ্রোথ হরমোন কি খণ্ডাতে পারে বার্ধক্য ?
যৌবনের ঝর্না পাবেন না বোতলে । এমন হরমোনে র সাপ্লিমে ন ট স নিলে যৌবন ফিরে আসবে এমন প্রমাণ নাই
৯। কোনটি ভালোবাসা হরমোন ?
অক্সিটোসিন । আমরা যখন আলিঙ্গন করি বা আদর সোহাগ করি তখন এটি উৎসারিত হয় । সঙ্গীদের সঙ্গে বন্ধন , মা আর শিশুর বন্ধনের সঙ্গে এটি যুক্ত ।গর্ভবতী মায়ের প্রসব আর স্তন দুগ্ধ দানেও আছে এর ভূমিকা ।