৮ ঘণ্টা কর্মঘণ্টা অকার্যকর মনে করছেন বিজ্ঞানীরা। এ ধরনের কর্ম ঘণ্টা চালু হয়েছিল শিল্প বিপ্লবের সময়, উদ্দ্যেশ্য ছিল শ্রমিকদের কায়িক শ্রম সহ্যের সীমার মধ্যে রাখার জন্য । ২০০ বছর আগে এটি যৌক্তিক হলেও বর্তমান সময়ে তা ততটা সঙ্গতিপূর্ণ নয়। আমাদের পূর্ব পুরুষদের মত আমরা চাই টানা ৮ ঘণ্টা কাজ হোক, বিরতি ছাড়াই।
কর্ম দিবস কেমন হওয়া উচিত তা বিজ্ঞানীরা দেখেছেন। কাজ আর বিরতি অনুপাত হওয়া উচিত ৫২ মিনিট কাজ, ১৭ মিনিট বিরতি । মগজ কিছু সময় কাজ করে পূর্ণ দমে, এরপর একটু স্তিমিত হয়ে ১৫-২০ মিনিট। তাই কাজ আর বিরতি এভাবে চলুক।