ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবেশি সবারই আছে। শারীরিক গঠন ও কাজে ভিন্নতার জন্য কিছু ক্যানসার শুধু নারীদের হয়, কিছু শুধু পুরুষের মধ্যে দেখা যায়। যেমন প্রোস্টেট শুধু পুরুষের থাকে, তাই নারীদেহে এ ক্যানসার হবার সম্ভাবনা নেই। একই ভাবে জরায়ুমুখ ক্যানসার শুধু নারীদের হয়। তবে বেশিরভাগ ক্যানসার নারী ও পুরুষ ঊভয়েরই হয়, যদিও আক্রান্তের হার, ঝুঁকি ইত্যাদি ভিন্ন। ক্যানসারে জেনেটিকসের ভূমিকা রয়েছে, আবার বয়স ভেদে ক্যানসারের ঝুঁকিও ভিন্ন হয়। এখানে যে ২০টি ক্যানসারে নারীরা বেশি আক্রান্ত হন এর তালিকা দেয়া হলো। কোন ধারাবাহিকতা অনুসরণ করা হয়নি।
১। ব্রেস্ট বা স্তন ক্যানসার (Breast cancer)
২। লাং বা ফুসফুসের ক্যানসার (Lung cancer)
৩। কোলোরেক্টাল ক্যান্সার (Colorectal cancer)
৪। জরায়ু বা ইউটেরাসের ক্যানসার, ইউটেরিন ক্যানসার (Uterine cancer)
৫। থাইরয়েড ক্যানসার (Thyroid cancer)
৬। নন-হজকিন লিম্ফোমা (Non-Hodgkin lymphoma)
৭। মেলানোমা (Melanoma)
৮। ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যানসার (Ovarian cancer)
৯। মুত্রথলি বা ব্লাডার ক্যানসার (Bladder cancer)
১০। কিডনি ক্যানসার (Kidney cancer)
১১। লিউকেমিয়া (Leukemia)
১২। প্যানক্রিয়েটিক ক্যানসার (Pancreatic cancer)
১৩। Endometrium (জরায়ুর অভ্যন্তরীণ লেয়ার/অংশে)-এর ক্যানসার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার (Endometrial cancer)
১৪। জরায়ুমুখ বা সারভাইকাল ক্যানসার (Cervical cancer)
১৫। লিভার ক্যানসার (Liver cancer)
১৬। ব্রেইন ও নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের ক্যানসার (Brain and nervous system cancers)
১৭। পাকস্থলীর ক্যানসার (Stomach cancer)
১৮। মাল্টিপল মায়েলোমা (Multiple myeloma)
১৯। খাদ্যনালী বা esophagus এর ক্যানসার (Esophageal cancer)
২০। যোনী বা ভালভার ক্যানসার (Vulvar cancer)