৯টি বিষয় ঘরে বাচ্চাদের শেখানো উচিত
১। আদব লেহাজ
২। খাওয়ার আচরণ
৩। সময়ানুবর্তীতা
৪। সৎ জীবন যাপনের শিক্ষা আর নিজেও এর উদাহরন হওয়া
৫ । কোপিং স্কিল: পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার কৌশল
৬। সম্ভব হলে লাইফ স্কিল: সাঁতার, ড্রাইভিং, মার্শাল আর্ট, ইয়োগা, সিপিআর
৬। শরীর চর্চা, সচল থাকা আর বায়্যাম
৭। ঘরে রান্না করা শেখা
৮ । স্বাস্থ্যকর আহার সম্বন্ধে জ্ঞান আর ঘরে এর চর্চা