২০১২ সালে ডাক্তার তাকে বললেন তিনি গন্ধ চেতনা হীন, ক্রিসি কেলি এরপর প্রতিষ্ঠা করলেন AbScent এমন গন্ধ চেতনাহীন মানুষের জন্য একটি দাতব্য সাপোর্ট গ্রুপ। ফেব্রুয়ারি ২৭ এ পালিত হয় এনসমিয়া সচেতনতা দিবস (Anosmia Awareness Day)।
এনসমিয়া কেন হয়?
Anosmia হল গন্ধ চেতনার সম্পূর্ণ বিলুপ্তি। মাথার জখম, নাসা পথে সমস্যা বা শ্বাস যন্ত্রে ভাইরেল সংক্রমণ এসব কারণে তা হতে পারে । অনেক সময় তা জন্মগত হতে পারে।
আছে নানান রকম অনুভূতি
গন্ধ চেতনা সবাই সমানভাবে অনুভব করেন না। যা করেন তাও সঠিক অনুভূতি নাও হতে পারে। যেমন আছে
- হাইপসমিয়া (hyposmia): গন্ধ চেতনার আংশিক বিলোপ
- প্যারসমিয়া (parosmia): গন্ধ অনুভব বিকৃত হয়ে যায় । সুগন্ধ মনে হতে পারে দুর্গন্ধ
- ফেনটসমিয়া (phantosmia): ব্যক্তি মনে করে কিছু গন্ধ তিনি পান কিন্তু আসলে তা পান না। যাদের এমন হয় এদের একজন বলেন তিনি খাবারের ফ্লেভার পান না , এর সন্ধানে বেশি খাওয়া হয়। আর তিনি সব সময় খোঁজেন প্রার্থিত খাবার। একজন বলেন রঙের প্রতি আকর্ষণ বাড়ে প্রকৃতি হয় ভাল লাগার বস্তু।
গন্ধচেতনার কেন্দ্র অলফেক্টরি কমপ্লেক্স মগজের কেন্দ্রস্থলে লিম্বিক সিস্টেমে। আমাদের আবেগ, লড়াই করা পালিয়ে যাওয়া এদের কেন্দ্র এখানে। গন্ধ লোপ পেলে অলফেকটরির আয়তন চুপসে যায়, আর তখন বিষণ্ণতা আসে । এজন্য আছে smell training AbScent এর মাধ্যমে।