বিশ্বের জনগোষ্ঠীর ৪ শতাংশের আছে অটো ইম্মুন রোগ। এই রোগ পুরুষের চেয়ে তিন গুন বেশি হয় নারীদের।
কেন হয় অটোইমিউন রোগ?
পশ্চিমা দেশে এই রোগ বাড়তে শুরু করে ৪০ বছর আগে আর এখন বাড়ছে মধ্য প্রাচ্যে আর এশিয়ায়। আর সেখানে ফাস্ট ফুড ক্রমে অনেক জনপ্রিয় হয়ে উঠছে। বিজ্ঞানিরা দেখেছেন ফাস্ট ফুডের সঙ্গে অটোইমিউন রোগ বেড়ে যাবার রয়েছে এক সম্পর্ক। প্রসেস করা খাবারের অন্ত্রের মাইক্রোবায়মের উপর রয়েছে নেতিবাচক প্রভাব। আমরা জানি এই মাইক্রোবায়ম নিয়ন্ত্রণ করে দেহের নানাকাজ কর্ম। ফাস্ট ফুডে থাকে কিছু উপকারি উপকরণের ঘাটতি যেমন আঁশ। এই ঘাটতি থেকে উৎপন্ন হতে পারে প্রদাহ। সে সঙ্গে জীবনাচরণ আর জেনেটিক উপাদান মিলে হতে পারে অটো ইমিউন রোগ।
কখন হয় অটোইমিউন রোগ?
- শরীর যখন নিজে চলে যায় নিজের বিরুদ্ধে আর ভুল্ক্রমে আক্রান্ত হয় সুস্থ টিসু আর দেহ যন্ত্র
- এ পর্যন্ত শতাধিক অটোইমিউন রোগ চিহ্নিত হয়েছে। উদাহরণ:
লুপাস
রিউমাটয়েড আরথ্রাইটিস
ক্রন্স ডিজিজ
করণীয়
- লন্ডনের ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটের বিজ্ঞানীরা এই অটোইমিউন রোগের পেছনের জেনেটিক কারণ অনুসন্ধানে আছেন। আর তা বোঝা গেলে লক্ষ্যভেদি চিকিৎসা করা সম্ভব হবে আর রোগীদের জীবনের মান বাড়ানো যাবে।
- খাদ্যে পরিবর্তন হতে পারে প্রতিরোধের এক উপায়
তথ্যসূত্র: ওয়ার্ল্ড ইকোনমিক ফরাম