যদিও খুব ক্ষুদ্র, সেই মগজ নিউরনে ঠাসা, বিশেষ করে মগজের যে এলাকা, উচ্চ এলাকা যা চিন্তা ভাবনার সাথে জড়িত সেই এলাকায়। বিখ্যাত science পত্রিকায় গত বছর দুটো প্রবন্ধে পাখিদের মগজের গঠন আর কর্ম নিয়ে গবেষণা উঠে এসেছে এরা স্তন্যপায়িদের মত সংঘটিত আর এরা সচেতন চিন্তা করতে সক্ষম।