ঘরে কারো করোনা হলে কী করবেন ? কোভিড সংক্রমণ ছড়ালেও জীবন থাকবে চলমান । কী করে থাকবেন নিরাপদ?
১। আলাদা করুন অসুস্থ ব্যক্তিকে
- তাকে রাখুন আলাদা ঘরে বা ভিন্ন আলগা পরিসরে আর সবাই থাকবে দূরে
- ঘরে থাকবে মুক্ত বায়ু চলাচল, জানালা খুলে দিতে হবে বার বার
২। ভাইরাসের সংস্পর্শ কমাতে হবে
- ঘরের একজন ব্যক্তিকে ঠিক করতে হবে যার উচ্চ ঝুঁকি কম থাকে আর যিনি অন্যদের সংস্পর্শে যাবেন কম
- রোগীর ঘরে থাকার সময় তাকে পরতে হবে মেডিক্যাল মাস্ক
- ব্যবহার করতে হবে পৃথক বাসনপত্র, কাপ, লিনেন। রোগীর থেকে সব পৃথক।
- যেসব স্থানে হাত লাগে একে দ্রুত জীবাণু শোধন করতে হবে
৩। অসুস্থ ব্যাক্তির খেয়াল নেয়া
- নিয়মিত তাদের স্বাস্থ্যের অবস্থা মনিটর করতে হবে
- গুরুতর অসুখের ঝুঁকি থাকলে রোগীর বিশেষ খেয়াল নিতে হবে
- অসুস্থ লোকের বিশ্রাম নিশ্চিত করা আর তার শরীর সজল রাখা
এই বিপদ লক্ষন গুলো দেখলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন
- শ্বাস কষ্ট
- বাকরুদ্ধ বা চলন বন্ধ
- হতবুদ্ধি ভাব
- বুক ব্যাথা
সহায়ক সূত্র: WHO