তরুণদের জন্য: এই কর্পোরেট বিশ্বে কীভাবে টিকে থাকবেন?
১। কাজের সময় মগজ খাটাবেন আর ঘরে খাটাবেন আবেগ
২। কর্মস্থলে কেউ আপনার বন্ধু নন ট্রাস্ট মি।
৩। ম্যানেজমেন্টের সব সমস্যা আপনি সমাধান করতে পারলে তারা আপনার থাকবে পাশে
৪। হতাশ আছেন এমন অবস্থা হলে কিছু লিখবেন না বা কোন ও মেলের উত্তর দেবেন না
৫। আপনার বস হতে পারেন বন্ধু ভাবাপন্ন কিন্তু দিনের শেষে তিনি আপনার বন্ধু নন সীমা অতিক্রম করবেন না
৬। কর্মচারী আর নিয়োগকর্তার মধ্যে সম্পর্ক কি পরিমান রেভেনিউ আয় করলেন এর উপর নির্ভর শীল
৭। ব্যর্থতা আর প্রত্যাখ্যান কে ভয় পাবেন না
৮। সব কিছুর চাবি কাঠি হল ফলো আপ
৯। আপনি চমৎকার কিছু মানুষের সংস্পর্শে আসবেন তাদের কাছ থেকে শিখুন
১০। আপনার অধস্তনদের জ্ঞান দিন আপনার যে পরিমান আছে। উৎসাহ দিন তাদের, প্রশংসা করেন তারা কোন ও বড় কিছু করলে তাদের সঙ্গে তা উদযাপন করুন। কাউকে সব চেয়ে বেশি যা দিতে পারেন তা হল জ্ঞান
১১। নিজের শক্তি বিকশিত করা আর ব্যবহার করার দিকে লক্ষ্য রাখুন
১২। কাজ সমাপ্ত না হওয়া পযন্ত কাজ করুন
১৩। শিখুন কিভাবে পরিস্থিতিকে বদলে দিতে হয় ব্যক্তিকে নয়
১৪। কিছু না চাইলে কিছু পাবেন না
১৫। জীবনের গোড়াতে শেখা খুব আবশ্যক তা হল কার্যকর কমিউনিকেশন, সমঝোতা বা নিগশিএশন আর নেতৃত্ব কৌশল
১৬। অফিসে এমন কাউকে পাবেন যে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ করে একে শনাক্ত করে তার থেকে এক মাইল দূরে থাকুন
১৭। আপনি যতদিন প্রভাবশালী বা যতদিন আপনার কাছে লোকের কিছু চাইবার মত থাকে ততদিন তারা খুব ভাল ব্যবহার করবে খুব তোষামোদি করবে একবার চাহিদা বা প্রভাব বদলালে তাদের আচরন ও বদলে যাবে
১৮। আপনার ম্যানেজার আপনাকে ঘৃণা করেন আপনি যা ভাবেন এর চেয়ে কম আর পছন্দ করেন আপনি যা ভাবেন এর চেয়ে বেশি
১৯। কুৎসা বা বাজে কিছু উপর দিকে উঠে । আমি আমার বসের কাছে অভিযোগ করলে তখন তিনি তা জানাবেন তার বস্ কে , এভাবে চলবে । কখনো সহকর্মীদের কাছে বসের বদনাম করবেন না
২০। প্রত্যেক কোম্পানিতে প্রত্যেকে সেলস পারসন কিছু সেল করতে না পারলে আপনি থাকবেন খরচের খাতায়
২১। প্রত্যেকেই প্রতিস্থাপন যোগ্য আপনিও ক্রমে প্রতিস্থাপিত হবেন
২২। অফিসে সব চেয়ে চমৎকার লোক হলেণ ভেড়ার ছালে নেকড়েরা নিজের পেছনে তাকান
২৩। আপনাকে কেউ মিস করবেনা আপনি চাকরি ছেড়ে দেবার তিন হপ্তার মধ্যে আপনাকে ভুলে যাবে
২৪। আপনি তারকা পারফরমার হলে আপনার ভুল গুলো ভুলে যাওয়া হবে
২৫। তুলনা করতে যাবেন না আপনি অনন্য
২৬। চাক রিতে উল্লফন এড়ান , কোম্পানির সাথে বেড়ে উঠুন
২৭। মানব সম্পদ বিভাগ আছে কোম্পানিকে রক্ষা করতে আপনাকে নয়
২৮। আপনি কখনও এই কক্ষে সব চেয়ে স্মার্ট লোক নন
২৯। সবার কথা শুনুন কিন্তু কাজ করুন আপনার মন যা বলে
৩০। ২ নম্বর আবার পড়ুন
