অটোপসি হল মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ পরীক্ষা। সবচেয়ে লক্ষ্যণীয় ফলাফল হল প্রায় দেহে রক্ত জমাট পাওয়া বা ব্লাডক্লট, বলেন নিউইয়র্ক লাঙ্গনে মেডিক্যাল সেন্টারের প্যাথলজি বিভাগ প্রধান ডা এমি রেপিউই। রেপিউই বলেন, “গুরুতর কোভিড রোগীদের রক্ত জমাট বাধা ইস্যু হয় তবে এর বিস্তৃতি আর মাত্রা ক্ষেত্রভেদে নাটকীয়। মারীর প্রথম দিকে বেড সাইড ক্লিনিসিয়ানরা রোগীর বড় রক্তনালীতে রক্ত জমাট পান কিন্তু অটোপসিতে আমরা পেয়েছি ক্ষুদ্র রক্ত নালীতেও”। হয়ত আশা করা হয়েছিল কেবল ফুসফুসে হবে এর বিস্তৃতি কিন্ত প্রায় সব দেহযন্ত্রে রক্ত জমাট পাওয়া গিয়েছিল। নাটকীয় বটে!
অস্থিমজ্জার বৃহৎকোষ মেগাক্যারিওসাইট নিয়েও আশ্চর্য পর্যবেক্ষণ হল সাধারণত এরা হাড় আর ফুসফুসের বাহিরে যায় না। কিন্তু তাদের পাওয়া গেল হৃদযন্ত্র, কিডনি, যকৃৎ আর অন্যান্য যন্ত্রে। হার্টে মেগাক্যারিওসাইট তৈরি করে অণুচক্রিকা বা প্লাটিলেট যা রক্ত তঞ্চনে সহায়ক। চিকিৎসকরা মনে করেছিলেন আগের দিকে ভাইরাস হার্টে প্রদাহ করবে আর মায়োকার্ডাইটিস করবে কিন্তু এর প্রমাণ তেমন নেই অটোপসিতে। অটোপসি করে হয়তো পাওয়া যাবে অনেক অজানা প্রশ্নের উত্তর।
ছবি: BMJ Journal