আমাদের অনুভবের অনেকটা নির্ভর করে রক্তের গ্লুকোজ মানের উপর। মিষ্টি খেয়ে আমাদের মনে হয় সুগার রাস হল। মানে সুগার ভিড় জমেছে রক্তে, সুগার দৌড়াচ্ছে রক্তে।
খামখেয়ালি করে কিছু খাওয়া হয়নি, আমরা বলি ক্ষুধা পেয়েছে। বেশির ভাগ সময় শরীর সামলে নেয় পরিস্থিতি। নিয়ন্ত্রণ হয়ে যায় সুগার।
কিন্তু যদি প্রায়ই সুগারের উঠা নামা চলে এমন পরিস্থিতিকে বলে ডিসগ্লাইসিমিয়া (Dysglycemia)।
উপসর্গ গুলো এমন হবে এতে শরীর লাগবে ক্লান্ত, কম্পমান, নড়বড়ে আর বিভ্রান্ত।
ডিসগ্লাইসিমিয়া মানে রক্তের গ্লুকোজ মান বাড়তি বা কমতি।
এমন হয় ডায়াবেটিস হলে। খুব সচরাচর হয় দেশে দেশে। অনেক অর্থ ক্ষয়, জীবননাশ হয়।
ডিসগ্লাইসিমিয়ার সাথে তুলনীয় ডিসলিপিডিমিয়া(Dyslipidemia)