এফডিএ অনুমোদন পেল প্রথম ডেঙ্গু ভ্যাকসিন: DENGVAXIA

প্রথমবারের মত ডেঙ্গু ভাইরাসের জন্য ভ্যাকসিন অনুমোদন দিল এফডিএ। নাম ডেংভ্যাকসিয়া (DENGVAXIA)। ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ ১, ২, ৩ এবং ৪-এর প্রতিরোধের জন্য এই ভ্যাকসিন নির্দেশিত। যারা ডেঙ্গু এনডেমিক এরিয়ায় বসবাস করেন এবং যাদের বয়স ৯ থেকে ১৬ বছর তারা এ ভ্যাকসিন দিতে পারবেন। এজন্য ল্যাবরেটরি পরীক্ষায় ভ্যাকসিন গ্রহীতা ডেঙ্গু দ্বারা আক্রান্ত কিনা আগে নিশ্চিত হতে বলা হয়েছে।

Proper Name: Dengue Tetravalent Vaccine, Live
Tradename: DENGVAXIA
Manufacturer: Sanofi Pasteur Inc.

Credit: FDA

Dr Omar Faruq MBBS BCS (Health)

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.