ডায়াবেটিসের বিরুদ্ধে আরেক নতুন অস্ত্রের সন্ধান কি পাওয়া গেল? গবেষণার খবর প্রকাশ পেল সেল মেটাবোলিজম নামে এক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে। অবাক ব্যাপার এই অস্ত্র লুকিয়ে আছে মানব দেহে চর্বি কলাতে। এর নাম এফজিএফ ওয়ান। আমেরিকার সাল্ক ইন্সটিটিউটের বিজ্ঞানীদের অনুসন্ধান।
এদের গবেষণার মূলবার্তা, এই এফজিএফ ওয়ান কাজ করে নিপুন দক্ষতায় ইন্সুলিনের মত। দারুণ কার্যকর রক্তের গ্লুকোজ নামাতে। এটি আসলে একটি হরমোন, চর্বি ভাঙ্গার যে প্রক্রিয়া (লাইপোলাইসিস) এর গতিতে রাশ টেনে কাজটি করে এই হরমোন। বিশেষজ্ঞদের ধারণা এই হরমোন দিয়ে ওষুধ বানালে রক্তের গ্লুকোজ কমাতে বেশ কার্যকর হতে পারে এই নতুন দাওয়াই।
>আরেকটি বার্তা আছে এর কাজ কিন্তু ইনসুলিনের মত নয় আর যাদের শরীরে ইনসুলিন ঠিক মত কাজ করে না এদের দেহে বিকল্প হতে পারে এই নতুন মানব কলা থেকে উদ্ভুত ওষুধটি।