যে যে খাবার খেলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি
১। ভাজা ভুজি খাবার বেশি খেলে
চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার নিয়মিত খেলে নিজেই বাড়িয়ে দিলেন ক্যান্সারের ঝুঁকি। আর লিভার ক্যান্সারের ঝুঁকি বিশেষ করে।
২। পোড়া খাবার
তন্দুরে সরাসরি সেকে তৈরি হয় রুটি, খেতে মজা কিন্তু মাংসের পোড়া অংশ ক্ষতিকর। ক্যান্সারের ঝুঁকি এভাবে হতে পারে তৈরি।
৩। মাত্রা ছাড়া মদ্যপান
দারুন বাড়াতে পারে ঝুঁকি, ধূমপানের চেয়ে কম নয়।
৪। চিনি
চিনি নিরীহ নয়। বেশি চিনি, মিষ্টি মণ্ডা, চিনি পানীয় বাড়াতে পারে ক্যান্সার ঝুঁকি।