মদ্যপান ছেড়ে দিলে এক ডজন সুফল
১। কমবে ইনজুরি, ট্রাফিক দুর্ঘটনা, অসুখের দিন কমবে
২। হৃদযন্ত্র সুস্থ হতে থাকবে
৩। লিভার সেরে উঠবে
৪। ওজন কমবে
৫। সম্পর্কের উন্নতি হবে
৬। ক্যান্সার ঝুঁকি কমবে
৭। স্বামী একান্ত যৌথ জীবন উন্নত হবে
৮। ঘুম ভাল হবে
৯। অসুখ কম হবে
১০। রক্ত চাপ কমবে
১১। মগজ হবে পরিষ্কার
১২। মদ্যপ হলে প্রথমে হবে উইথড্রয়াল ইফেক্ট, পরে ঠিক হবে
যারা মদ্য পান করেন তারা কী করবেন তা তাদের ইচ্ছা, চয়েস ইজ ইয়রস।