বয়স্কদের হেলথ কেয়ারের চাহিদা বেড়েছে আর এদিকে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবার জন্য গড় আয়ু অনেক বেড়েছে আর সেজন্য বয়স্ক লোক বাড়ছেন ।
এই চ্যলেঞ্জ আরও কঠিন এজন্য আমরা এই অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত নই আর আর্থিক আর সামাজিক দুই প্রেক্ষিতেই।
- প্রয়োজন ইমারজেন্সি হেলথ কেয়ার
- হোম কেয়ার
- নিঃসঙ্গ জীবনে সহায়তা আর সাপোর্ট
- কমিউনিটি এলডার ডে কেয়ার সেন্টার
- প্রযুক্তি প্রয়োগ স্বাস্থ্য সেবায়