measuring blood pressure

উচ্চ রক্তচাপ সর্ব অঙ্গে যার পড়ে প্রভাব

উচ্চ রক্তচাপ সর্ব অঙ্গে যার পড়ে প্রভাব। লোকে বলুক না বলুক জানুক না জানুক হাই প্রেসার একটা বিগ ডিল । চুপি চুপি চাপ ফেলে ধমনিতে , হার্টে বুঝবেন না । এই স্ট্রেস হার্ট এটাক আর স্ট্রোকের ঝুকি বাড়ায় । কাল ক্রমে ধমনির উপর চাপ পড়ে রক্ত প্রবাহের উপর। কমে প্রবাহ , আর সর অঙ্গ চায় রক্তের প্রবাহ মগজ, কিডনি োখ এমনকি যৌন জীবন সব কিছু হয় ক্লিষ্ট ।
স্বাস্থ্যকর অভ্যাস আর প্রয়োজন মত ওষুধ খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রনে তাহলে দীর্ঘ মেয়াদী ফলাফল যায় থেমে ।
ধমনী ।
শুরু হয় ধমনি দিয়ে। হার্ট থেকে রক্ত নিয়ে যায় দেহের নানা কোষে এর ভেতরের আস্তরন এমনি তে মসৃণ শক্ত সমর্থ নমনীয় রক্তকে প্রবাহিত করতে সক্ষম।
উচ্চ রক্ত চাপ বদলে দেয় এসন জোর চাপ প্রে আস্তরনের কোষের উপর চাপ খুব বেশি হলে ছিন্ন হয় দেয়ালের আস্তরন আর তাকনে মসৃণ মেদের ছোট ছোট খণ্ড আটকে এই আস্তরনে পলির স্তর পড়ে আর সরু হতে থাকে এর ভেতরটা । ধম্নি হয় দৃঢ় নরম নমনিয় থাকেনা। বেলুনের মত ফুলে উঠে একে বলে এনুরিজম। ভাঙ্গে আর রক্তক্ষরণ হয়।
হার্ট
হার্ট এক পেশিও বটে আর বেচে থাকার জন্য এর চাই রক্ত। তা না হলে হতে পারে
১। অনিয়মিত হৃদ ছন্দ এনিউরিজম
২। বুক ব্যাথা (এঞ্জাইনা)
৩। হার্ট এটাক
ধমনী দ্ঢ় হলে এর ভেতর সরু হলে এর ভেতর দিয়ে রক্ত পাম্প করে এগিয়ে নিতে বেজায় কষ্ট হয় হার্টের আস্তে আস্তে হার্টের উপর চাপ পড়ে ক্লিষ্ট হয় আর বড় হয় হার্ট এর পেশির শক্তি কমে পাম্প ভাল করতে পারে না। তা থেকে হার্ট এটা আর হার্ট ফেলিউর ।
মগজ।
স্ট্রোকের প্রধান কারন হল উচ্চ রক্ত চাপ। মগজের ধমনি ছিন্ন হলে, এটি ফেটে ভেতরের তরল চুয়ে পড়লে , এর ভেতরের পথ রুদ্ধ হলে রক্ত প্রবাহ রোধ হয় মগজের কোষে । মগজের কোন অংশে এমন হল । কেমন হল এর উপর নির্ভর করে নানা সমস্যা হয় হতে পারে ভাষা ব্যবহারে, দৃষ্টিতে , নড়া চড়া , সব কিছু যা মগজ নিয়ন্ত্রন করে। রক্ত চলাচল পুন স্থাপিত হলে তা হয় অস্থায়ি আর কোষের মৃত্যু হলে তা হয় স্থায়ী ।
রক্ত সরবরাহ মগজে কমে গেলেও সমস্যা , স্পষ্ট চিন্তায় ব্যাঘাত হয়, স্মৃতি ভাল থাকেনা একে বলে ভাস্কুলার ডিমেন শিয়া।
কিডনি ।
উচ্চ রক্ত চাপ আছে ৫ জনের ১ জনের থাকে কিডনি রোগ । অতি সূক্ষ্ম রক্ত নালি জালের উপর আর এতে করে আসা অক্সিজেনের উপর পক্সিজেনের উপর নির্ভর রে কিডনি আর এর ফিল্টার করার ক্ষমতা । রক্তনালির পথ রোধ সেই কাজ ভাল হয়না।
সুস্থ কিডনি রক্ত চাপ ঠিক রাখতে কাজ করে তাই এদের ক্ষতি হলে রক্ত চাপের সমস্যা হয়। আবার কিডনির হয় সমস্যা আর এমন কি হতে পারে কিডনি ফেলিউর।
চোখ ।
দীর্ঘ মেয়াদে উচ্চ রক্ত চাপ সঙ্কুচিত করে চোখের রক্ত প্রবাহ । তরল জমে রেটিনার নিচে এই অংশে প্রতি চ্ছবির ফোকাস পড়ে , ঝাপ্সা হয় দৃষ্টি , গোলমেলে আর এরপর দৃষ্টি হানি।
যৌনাঙ্গ ।
রক্ত প্রবাহ যৌন অঙ্গে কমে গেলে পুরুষের হয় উত্থান অক্ষমতা আর নারীর কমে যৌন ইচ্ছা।
পা । কোমর, পাকস্থলী ।
দেহের নিম্নাংশে রক্তনালী অবরুদ্ধ আর সরু হলে বিশেষ করে পায়ে হলে হয় ব্যাথা আর খিচুনি। এ হল প্রান্তিক অঞ্চল আর হার্ট থেকে দূরে একে ডাক্তার রা বলেন পি এ ডি পেরিফেরাল আর্টেরি ডিজিজ অর্থাৎ প্রান্তিক অঞ্চলের রক্তনালির রোগ । এতে পায়ের আর কোমরের পেশি ব্যাথা হয় হাটা চলা করলে। বা সিঁড়ি ভাংলে।
হাড়
উচ্চ রক্তচাপ হলে মুত্রে আসতে পারে বেশি ক্যালসিয়াম
এরপর অষ্টিও পরসিস/ বয়স্ক মহিলার হয় দুর্বল পেশি।
স্লিপ এপ্নিয়া।
অনেক উচ্চ রক্ত চাপ রগির হয় এ সমস্যা ঘুমের সময় শ্বাস রোধ অবশ্য সাময়িক।

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.