খুব উচ্চ রক্তচাপ হলে নানান উপসর্গ হতে পারে। যেমন:
১। খুব মাথা ধরা
২। নাসিকা দিয়ে রক্ত ক্ষরণ
৩। ক্লান্তি, অবসাদ, হত বিহ্বল
৪। দেখতে সমস্যা
৫। বুক ব্যাথা
৬। শ্বাস কষ্ট
৭। অনিয়মিত হৃদ স্পন্দন
৮। মূত্রে রক্ত
৯। বুকে হাতুড়ি পেটানো
আরও কিছু উপসর্গ
১। মাথা ঝিম ঝিম
২। নার্ভাস
৩। ঘাম
৪। ঘুমাতে সমস্যা
৫। মুখমণ্ডল রক্তাভ
৬। চোখে রক্ত বিন্দু