বৃদ্ধ বয়সে স্বনির্ভর বাঁচা

বৃদ্ধ বয়সে স্বনির্ভর বাঁচা বা ইনডিপেনডেন্ট লিভিং কিভাবে করা যাবে তা শেখানো উচিত। আর এখন গড় আয়ু বাড়াতে সহজে কেউ মরে না আর শেষ জীবনে হয় ক্রনিক রোগ এগুলো মোকাবেলা করাও শেখানো উচিত। আমাদের দেশে কেবল ওল্ড হোম করলে হল না এজিং ইন্সটিটিউট করে শিক্ষা দেওয়া উচিত। এত বলার পরও জেরিয়াট্রিক্স বিষয়ে চালু হল না পোস্ট গ্র্যাজুয়েট কোর্স; ডাক্তার, নার্স সবার জন্য।

বুড়োদের শুধু আদাব সালাম দেওয়া আর খেয়াল রাখা আর টাকা পাঠিয়ে দিলে হয় না। আর বর্তমান বিশ্বে আপনার ছেলে মেয়ে আপনার সঙ্গে থাকবে আর খেয়াল রাখবে এমন ভাবা বাতুলতা, এটি বাস্তব নয়।

বৃদ্ধ বয়সে স্বনির্ভর বাঁচার জন্য করণীয় সরকার আর প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি আর খেয়াল, ডিসকাউনট আর প্রায়োরিটি দিতে হবে যা পৃথিবীর অনেক দেশে আছে। সিনিয়ার সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা, তাদের ভদ্রভাবে বেঁচে থাকা নিয়ে কিছু করা উচিত আরও ।

অদূর ভবিষ্যতে বৃদ্ধ আর তাদের অসুখ এসব হবে প্রধান স্বাস্থ্য সমস্যা দেশের। কারণ গড় আয়ু বাড়াতে মানুষ মরছে না। অনেক বয়স পর্যন্ত বেঁচে আছে তবে সব সময় সুস্থভাবে তাও নয়, যেমন যদি আলঝাইমার্স, পারকিন্সন্স ভয়াবহ হয় তাহলে এদের বোঝা হবে খুব ভারি সমাজের জন্য।

তাই এখন থেকে তাদের চিকিৎসা, পুনর্বাসন আর খেয়ে বেঁচে থাকা নিয়ে ভাবতে হবে।

Prof Dr Subhagata Choudhury

Ex Principal Chittagong Medical College
Ex Dean Medicine, Chittagong University
Ex Director, Lab Service, BIRDEM

Add comment