লেখাপড়া প্রাকৃতিকভাবে আমাদের মধ্যে ছিল না, আমরাই আবিষ্কার করেছি। ব্রেইনকে নিরন্তর বিভিন্ন বর্ণ, শব্দ ইত্যাদি সাংকেতিক চিহ্ন প্রসেস করে এর একটা অর্থ দাঁড় করাতে হয় বলে সময় নষ্ট হয়। যেমন ‘ব’ বর্ণের নিচে একটি ডট (.) দিলে এটি হয়ে যায় ‘র’। এমন ছোট ছোট অসংখ্য বিষয় এত দ্রুততার সাথে ব্রেইন প্রসেস করে যে আমরা বুঝতেই পারি না। প্রাকৃতিক ভাবে ব্রেইন খুব দ্রুত ছুটে, কিন্তু পড়া সে ছুটে চলাকে বাধা দেয়।
আমরা যদি দ্রুত পড়তে চাই তাহলে যেসব বিষয় আমাদের পড়ার গতি কমিয়ে দেয় সেসব বাধা যতটা সম্ভব কমিয়ে আনলেই আমাদের পড়ার গতি বাড়বে।
নিশ্চিত করুন উপযুক্ত স্থান, কাল, পাত্র
- স্থান: বইপড়া প্রার্থনা করা, মেডিটেশনের মত। পর্যাপ্ত আলো, নিরিবিলি পরিবেশ, বই নিয়ে বসার মত উপযুক্ত পরিবেশ নিশ্চিত করলে পড়ায় মনোযোগ দেয়া সহজ হবে।
- কাল: যেকোন সময় বইপড়া গেলেও সকালে এবং রাতে ঘুমানোর আগে ডিস্ট্রাকশন কম থাকে বলে এসময় হতে পারে উপযুক্ত।
- পাত্র: এমন সময়ে বই পড়তে হবে যখন ব্রেইন নতুন ইনফরমেশন নেয়ার জন্য প্রস্তুত। রাতে ভালো ঘুম হলে সকালে ব্রেইন সতেজ থাকবে, সেসময় বই পড়লে বেশি কার্যকর হবে।
পূর্ব পরিকল্পনা থাকা ভালো
আমরা অনেক সময় বই পড়তে পারি না, কারণ কী পড়ব না পড়ব এ নিয়ে দোটানায় থাকি। হঠাৎ রেন্ডম কোন বই না নিয়ে আগে থেকে পরিকল্পনা করে রাখুন কোন কোন বই পড়বেন। এ বছর কখন কী পড়বেন এর একটা তালিকা করে মাস অনুযায়ী ঠিক করে রাখুন এবং যে অনুযায়ী পড়তে থাকুন।
জানুন কী পড়ছেন, কেন পড়ছেন
ফিকশন হোক আর ননফিকশন হোক আপনার হোক আগে থেকে বই সম্পর্কে জানলে পড়া দ্রুত হয়। হুমায়ূন আহমেদের হিমুর কথাই ধরুন। আপনি জানেন হুমায়ূন আহমেদের লেখা শুরু করলে কখন শেষ হয়ে যায় টেরই পাওয়া যায় না, আপনার মন জানে হিমু ক্যারেক্টার সম্পর্কে। মানসিকভাবে প্রস্তুত থাকার কারণে পড়তে বেগ পেতে হবে না।
ঠিক তেমনি সমাজবিজ্ঞান পড়ার সময় আপনি ধারণা রাখেন এখানে কী ধরনের কন্টেন্ট পাবেন। এ ধারণা ব্রেইনকে আগে থেকে কন্ডিশনড করে রাখে বলে পড়া সহজ হয়।
কোন বই শুরু করার আগে এর ফ্রন্ট কাভার, ব্যাক কাভার, সূচিপত্রে চোখ বুলিয়ে নিন, দেখুন এ বই পড়ার উপযুক্ত কি না। একটা বইয়ের সব পড়ার প্রয়োজন কি না তাও ভেবে দেখুন। যেমন কমিউনিকেশন স্কিল বইয়ে আপনার এখন শুধু ইমেইল লেখার কলাকৌশল টপিক পড়লেই হয়ে যাবে। তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় অধ্যায় পড়ে সময় নষ্ট করবেন!
বইয়ের সাথে শরীর ও চেয়ার-টেবিলের পজিশন সঠিক হওয়া চাই