উচ্চ রক্তচাপ দেহের জন্য বড় বিপদ হতে পারে বিশেষ করে হৃদযন্ত্রের প্রতি। কিন্তু অনেক ক্ষেত্রে এই উচ্চ চাপ থেকে অনুমেয় কারণ, কিছু লক্ষণ ধরা যায় না । একটি লক্ষণ চোখের চারদিকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রথম দিকে লক্ষণীয় লক্ষণ হল:
- সকালে মাথা ধরা
- নাক দিয়ে রক্ত
- হার্টের অনিয়মিত স্পন্দন
- দৃষ্টিতে পরিবর্তন আর কানে ঝি ঝি
- রক্তের চাপ রক্তনালিতে এক সংকট সীমায় উপনিত হলে চোখে শুরু হয় দপ দপানি আর ঝাকি বা পিট পিট করা শুরু হয়।