উচ্চ রক্তচাপ পৃথিবীর আধুনিকায়নের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকা এক নীরব মহামারী। নিয়মিত ঔষধ সেবনে তাকে যেমন নিয়ন্ত্রণে রাখা যায় আবার তার বিপরীতে হুট করে লাগামছাড়াও হতে পারে।
লাগামছাড়া হয়ে সিস্টোলিক রক্তচাপ যদি ১৮০ mmHg-এর অধিক অথবা ডায়াস্টোলিক রক্তচাপ ১১০ mmHg অথবা উভয়েই বৃদ্ধি পায় তবে তাকে আমরা বলি Hypertensive Urgency ( হাইপারটেনসিভ আর্জেন্সি)।
আবার এর সাথে যদি আরো কিছু লক্ষণ পাওয়া যায় তখন তার নাম হয়ে যায় Hypertensive Emergency (হাইপারটেন্সিভ ইমার্জেন্সি)।
লক্ষণগুলো হতে পারে
🚩বুকে ব্যাথা
🚩শ্বাসকষ্ট
🚩চোখে ঝাপসা দেখা
🚩খিঁচুনি হওয়া খিঁচুনি
🚩হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
🚩দীর্ঘক্ষণ প্রস্রাব না হওয়া
🚩পিঠে ব্যথা হওয়া
করণীয়
উভয়ক্ষেত্রে কালক্ষেপণ না করে রেজিস্টার্ড চিকিৎসক কিংবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।