ঘরে বায়ু চলাচল কোভিড থেকে দেবে সুরক্ষা
১। ঘরে বাতাস পুনঃচলাচল করলে (এসি ঘরে তাই হয়) ভাইরাসের বিস্তার বাড়ায়।
২। ফ্যান চালালে ঘরের জানালা খুলে দিন
৩। ওয়াল বা উইন্ডো এয়ার কন্ডিশনার ব্যবহার করলে প্রতি ঘণ্টায় একবার কিছু সময়ের জন্য জানালা দরজা খুলে দিন
৪। এয়ার ফিলটার ব্যবহার করলে প্রতি ঘণ্টায় কিছু সময়ের জন্য জানালা দরজা খুলের দিন।
৫। এসব করতে হবে নিজেকে আর অন্যদের বাঁচাতে, এছাড়া পরস্পর ৩ ফিট দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, হাত ধোয়া, ভিড় এড়ানো, কফ কাশ শিষ্টাচার চলবে।