১। তুমি যদি ধন্যবাদ দেবার থাকে তাহলে তা দেখাও, ধন্যবাদ দাও।
২। যদি কাউকে ভালবাস, বলে দাও তাকে।
৩। বেঠিক হলে স্বীকার কর।
৪। তুমি বিভ্রান্ত হলে প্রশ্ন কর।
৫। নিজে কিছু শিখলে অন্যকে শিখাও।
৬। কোথাও আটকে গেলে সাহায্য চাও।
৭। কোথাও ভুল করেছ ক্ষমা চাও।
৮। সফরে গেলে ব্যাক আপ রাখ।
৯। কেউ সাহায্য চাইলে সাহায্য কর।
১০। ভুল কিছু দেখলে অবস্থান নাও।