রক্তে কী পরিমাণ লিপিড বা চর্বি আছে জানার জন্য করা হয় লিপিড প্রোফাইল। স্বাভাবিক মাত্রার মধ্যে থাকলে এসব চর্বি শরীরের জন্য প্রয়োজনীয়, বেশি হয়ে গেলে হার্ট ও রক্তনালীতে জমে স্ট্রোক ও হার্ট এটাকের মত মারাত্মক রোগের ঝুঁকি তৈরি করে (এ ধরনের রোগকে রক্ত সংবহন তন্ত্রের রোগকে সংক্ষেপে CVD বা cardiovascular disease বলে) ঝুঁকি তৈরি করে।
কেন করা হয় লিপিড প্রোফাইল?
- তাই লিপিড প্রোফাইল করার একটি উদ্দেশ্য এসব রোগের ঝুঁকির মাত্রা বোঝা।
- আবার চর্বি কমানোর ওষুধ দেয়ার পর রক্তে চর্বি কমছে কিনা দেখার জন্যও লিপিড প্রোফাইল করতে বলা হয়।
লিপিড প্রোফাইলে একসাথে ৩ ধরনের চর্বির পরিমাণ দেখা হয়
১। HDL বা high-density lipoprotein (HDL) cholesterol
HDL কে বলা হয় ভালো কোলেস্টেরল কারণ এটি রক্ত থেকে বাড়তি কোলেস্টেরল সরাতে সাহায্য করে,
২। LDL বা low-density lipoprotein cholesterol
LDL-কে বলা হয় মন্দ কোলেস্টেরল কারণ এটি রক্তনালীর অভ্যন্তরে জমাট বেঁধে হার্ট এটাক ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। আমেরিকান হার্ট এসোসিয়েশনের মত রক্তে এর মাত্রা ১৯০ এর বেশি হলে (mg/dL) স্ট্রোক ও হার্ট এটাকের মত রোগ হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
৩। ট্রাইগ্লিসারাইড (triglycerides)
অতিরিক্ত ট্রাই গ্লিসারাইডও LDL এর মত ক্ষতিকর
Total cholesterol: HDL এবং LDL যোগ করে পাওয়া যায় Total cholesterol
টেস্ট করার আগে (পূর্বপ্রস্তুতি)
স্যাম্পল দেয়া উচিত খালি পেটে। মানে প্রায় ১২ ঘণ্টা কিছু না খাওয়া। মনে রাখা দরকার, পরিস্থিতি অনুযায়ী স্বাস্থ্য সেবাদানকারী ভিন্ন নির্দেশনা ও সিদ্ধান্ত নিতে পারেন। যেমন, স্যাম্পল দেয়ার আগে অতিরিক্ত ব্যায়াম না করা। বর্তমানে চর্বি কমানোর কোন ওষুধ চলছে কি না এ হিস্ট্রি ডাক্তারকে জানাবেন।
লিপিড প্রোফাইল কত হলে স্বাভাবিক বলব?
বয়স, নারী-পুরুষ, খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন কারণে স্বাভাবিক রেঞ্জের কমবেশ হতে পারে।
Lipid parameter | Normal range |
Total cholesterol (HDL+LDL) | Less than 200 mg/dL |
LDL cholesterol | Less than 100 mg/dL |
HDL cholesterol | Greater than 40 mg/dL for men; greater than 50 mg/dL for women |
Triglycerides | Less than 150 mg/dL |
রেফারেন্স
https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/lipid-panel
https://www.heart.org/en/health-topics/cholesterol/tests-and-diagnosis-of-high-cholesterol/lipid-profile