এলবুমিন কী?
- দেহের একটা প্রোটিন হল এলবুমিন। শরীরের বাড়ন আর মেরামতি তে কাজে লাগে।
- কিডনি ভাল কাজ না করলে এলবুমিন চুয়ে পড়ে মূত্রে।
মাইক্রোএলবুমিন টেস্ট কী?
- এই টেস্ট দিয়ে প্রস্রাবে অল্প পরিমান (মাইক্রো) এলবুমিন মাপা যায়
- এত কম পরিমাণ যে নিয়মিত ইউরিন টেস্ট দিয়ে পরিমাপ হয় না
- এটি কিডনি রোগ নির্ণয় করতে ব্যবহৃত হয়
কাদের দরকার মাইক্রোএলবুমিন টেস্ট ও প্রস্রাবে এলবুমিন টেস্ট?
- হেলথ ইসু আগাম ধরতে হলে নিজের সুরক্ষা চাই।
- ডায়াবেটিস বা উচ্চ রক্ত চাপ থাকলে কিডনি রোগের সন্ধান করা ভাল। এতে কিডনি সমস্যা থাকলে আগাম ধরা পড়ে।
কিডনি রক্ত পরিশ্রুত করে, দেহের জন্য দরকারী জিনিস ফিরিয়ে দেয় শরীরে আর বর্জ্য বের করে দেয় মূত্রে। - যদি থাকে
১। ডায়াবেটিস টাইপ ১, এই টেসট বছরে ১ বার
২। ডায়াবেটিস টাইপ ২ টেস্ট বছরে ১ বার
৩। উচ্চ রক্তচাপ: ডাক্তার বলবেন কয় বার করতে হবে।
আরও কারণ আছে যদি
- বয়স ৬৫-র বেশি আর ঝুঁকি আছে ডায়াবেটিস ও কিডনি রোগ ও হার্টের রোগের।
- আফরিকান আমেরিকান,হিসপানিক,এসিয়ান আমেরিকান ইন্ডিয়ান হলে
- কিডনি রোগের পারিবারিক ইতিহাস থাকলে
ডায়াবেটিস ও কিডনি ডিজিজ
- কিডনি নিস্ক্রিয় হবার পেছনে মূল কারণ ডায়াবেটিস। আর প্রস্রাবে মাইক্রোএলবুমিনের উপস্থিতি।
- রক্তে থাকে উচ্চ মাত্রা গ্লুকোজ আর কাল ক্রমে বাড়তি গ্লুকোজ ক্ষতি করে কিডনির ক্ষুদ্র ক্ষুদ্র রক্ত নালী।
তাই ব্লাড ভাল করে পরিশ্রুত করতে পারে না রক্ত।
আর স্নায়ু ও হয় ক্ষতি গ্রস্ত
মাইক্রোএলবুমিন টেস্ট ও প্রস্রাবে এলবুমিন টেস্ট কিভাবে হয়?
মূত্রের নমুনা দরকার
১। র্যান্ডম টেস্ট
চলে যাবেন ডাক্তারের রুমে বা ল্যাব ক্লিনিকে। একটা কাপ দেওয়া হবে এতে প্রস্রাব দিবেন।
ডাক্তার ল্যাবে পাঠাবেন এলবুমিন ও ক্রিয়েটিনিন করার জন্য। ক্রিয়েটিনিন হল স্বাভাবিক৷ বর্জ পদার্থ।
ফলাফল পেতে ১২-২৪ ঘন্টা। কি ঘটছে জানা যাবে
২৷ টাইমড টেস্ট
সে জন্য ক্লিনিকে থাকতে হবে ২ ঘন্টা
৩। ১২-২৪ ঘন্টা টেস্ট।
ডাক্তার দেবেন বিশেষ আধার পাত্র এতে ২৪ ঘন্টার মূত্র সংগ্রহ করে নিয়ে আসবেন। এতে অবস্থা সম্বন্ধে ভাল ধারণা পাওয়া যাবে। এতে ও দেখা হবে এলবুমিন ও ক্রিয়েটিনিন।
সবাভাবিক এলবুমিন মাত্রা ও এলবুমিন ক্রিয়েটিনিন অনুপাত
ফলাফল পর্যালোচনা
র্যান্ডম টেস্ট
স্বাভাবিক। ৩০ মাইক্রো গ্রামের চেয়ে কম / প্রতি মিলিগ্রাম ক্রিয়েটিনিন
মাইক্রো এলবুমিনিউরিউয়া
৩০০ মাইক্রো গ্রাম/ প্রতি মিলিগ্রাম ক্রিয়েটিনিন
ক্লিনিক্যাল আলবুমিনুরিয়া
প্রতি মিলিগ্রাম ক্রিয়েটিনিন এর মধ্যে ৩০০ মাইক্রো গ্রামের চেয়এ বেশি।
টাইমড টেস্ট
সবাভাবিক। ২০ মাইক্রো গ্রামের কম প্রতি মিনিটে
মাইক্রো এলবুমিনুরিয়া
প্রতি মিনিটে ২০-২০০ মাইক্রো গ্রাম।
ক্লিনিক্যাল এলবুমিনিউরিয়া
প্রতি মিনিটে ২০০ মাইক্রো গ্রাম।
২৪ ঘন্টা টেস্ট
সবাভাবিক। ৩০ মিলিগ্রামের কম
মাইক্রো এলবুমিনুরিয়া। ৩০-৩০০ মিলিগ্রাম
ক্লিনিক্যাল এলবুমিনিউরিয়া। ৩০০ মিলিগ্রামের বেশি।