উহানের বিজ্ঞানীরা দিচ্ছেন সতর্ক বার্তা করোনার এই নতুন রূপ নিওকোভ সম্বন্ধে। মৃত্যু হার ৩ জনে ১ জন হতে পারে। টিকা না হতে পারে কার্যকর।
ডেল্টা, ডেল্টাক্রন, অমিক্রন শেষে এখন নিওকোভ। প্রভাবিত করে শ্বাসযন্ত্র । মারন ক্ষমতা অনেক বেশি। দক্ষিণ আফ্রিকা এর উৎস স্থল।
চিনের উহান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে SARS COV2-এর মত একই ভাবে NEOCOV ভেদ করে দেহ কোষ। দক্ষিণ আফ্রিকার বাদুড়দের মধ্যে চিনা বিজ্ঞানীরা পেয়েছেন এর সন্ধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর ঝুঁকি ইত্যাদি যাচাই করার জন্য দরকার আরও গবেষণা।
এটি হল MIDDLE EAST RESPIRATORY SYNDROME CORONA VIRUS (MERS) এর ঘনিষ্ঠ স্বজন। মানুষের জন্য বিপজ্জনক হয়ার জন্য এর আর একটি মিউটেশন দরকার, বলেন গবেষকরা।
প্রাণী, বিশেষ করে বন্যপ্রাণী হল মানুষের উদ্ভুত ৭৫% রোগের উৎস। এর অনেকগুলো ঘটে নভেল ভাইরাসের দ্বারা। প্রাণীদের মধ্যে প্রায়ই থাকে করোনা ভাইরাস, বাদুড়ের মধ্যেও, যা এরকম অনেক ভাইরাসের প্রাকৃতিক সংরক্ষণাগার হিসাবে বিবেচিত।