অক্টোপাস আর গলদা চিংড়ির আছে দারুণ অনুভূতি। যথেষ্ট তথ্য প্রমাণ আছে এরা ব্যথা অনুভব করে। ইংল্যান্ডে এখন এরা সংবেদনশীল জীব হিসাবে পরিগণিত। এ ব্যাপারে নতুন আইন এদের দেবে আরও সুরক্ষা।
মেরুদণ্ডী জীবের জন্য ইতিমধ্যে আছে কড়া আইন। এই আইন এই দুই জীবের প্রতি প্রযোজ্য করা হবে। শুঁড় অলা শামুক অক্টোপাস , স্কুইড আর কাটল ফিশ। দশ পদি কঠিন খোলস যুক্ত প্রাণি যেমন কাঁকড়া, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। উভয় দলের আছে জটিল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রাণিদের সংবেদনশীলতার একটি প্রধান সূচক।
বিশেষজ্ঞদের বিশ্বাস অক্টোপাস হল অমেরুদণ্ডী সবচেয়ে বুদ্ধিমান জীব। এরা জটিল সমস্যা সমাধান করতে পারে আর মানুষের মুখ চিহ্নিত করতে পারে। তারা উপকরন যেমন নারকেলের খোলা ব্যবহার করে আশ্রয় নির্মাণ করে।