অমিক্রন সম্প্রচার ক্রমে বাড়ছে, ডেল্টার থেকে অনেক বেশি, সনাক্ত ৭৭টির বেশি দেশে। এর মধ্যে যে কিছু মিউটেশন হয়েছে তা কি এই অধিক সম্প্রচারের জন্য দায়ী? এ গুরতর রোগ ঘটায় কি না পর্যবেক্ষণের বিষয়। উপসর্গ হতে পারে নানা মাত্রায়, মৃদু, মাঝারী, হাসপাতাল বাস এমন কি মৃত্যু। কিছু জেনেছি এটি কম গুরতর কিন্তু নিশ্চিত নয়। মৃদু হলেও ভাইরাস ভালনারেবল জনগোষ্ঠী সঙ্ক্রমিত করতে পারে যাদের অন্য রোগ আছে তাদের। তাই মৃদু হলেও ভাইরাস ঠেকাবার সব কিছু করা দরকার সব জনগোষ্ঠীতে, টিকা দেওয়া বা না দেওয়া সবার ক্ষেত্রে।
উপসর্গ অন্যদের মত ডেল্টা সঙ্ক্রমণের উপসর্গের সাথে অমিক্রনের সঙ্ক্রমনের তফাত নেই, দেখা যায়নি । তাই নিরাপদ থাকা ভাল। টিকা নেওয়া আর ভাইরাসের মুখোমুখি হওয়া রোধ করার চেষ্টা করতে হবে।
কিভাবে নিরাপদ থাকবেন?
প্রথম হল টিকা নিন। বর্তমান টিকা এর বিরুদ্ধে কি পরিমাণ কার্যকর এ নিয়ে কাজ চলছে। তাই টিকা না নেয়ার চাইতে নেয়া উত্তম।
যারা ঝুঁকিতে, যাদের বয়স ৬০+, যাদের অন্য অসুখ আছে এদের প্রথম আর দ্বিতীয় ডোজ নেয়া উচিত।
এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখা। মাস্ক পরিধান। হাত ধোয়া। ভিড় এড়ানো। ঘরে বায়ু চলাচল বাড়ানো। যেখানে থাকি, যেখানে কাজ করি, যেখানে পড়ি– সব খানে।
তাই নিরাপদ থাকুন। টিকা নিন আর ভাইরাসের মুখোমুখি হওয়া ঠেকান।
সহায়ক সূত্র: হু