কেন হার্টে ধড় পড়ানি (palpitation) ? কেমন লাগে হার্টে ধুপধাপ? নয় পাখার ঝটপট, বা হঠাৎ একটি স্পন্দন হারিয়ে গেল। ভয় হতে পারে তবে বেশির ভাগ সময় মারাত্মক নয়। তবে সচেতন হওয়া দরকার।
১। স্ট্রেস আর দুশ্চিন্তা তীব্র হলে ক্ষরণ নয় এমন হরমোন যা হৃদ স্পন্দন বাড়িয়ে দেয়।
২। কঠোর শারীরিক চর্চা
৩। ক্যাফিন
৪। নিকোটিন আছে সিগারেটে
৫। হরমোন পরিবর্তন
৬। জ্বর
৭। কিছু ওষুধ
৮। লো ব্লাড সুগার
৯। থাইরয়েড বেশি সক্রিয় হলে
১০। হৃদ ছন্দ চ্যুতি, এরিদমিয়া
১১। এলকোহল
১২। অকালে ভেনট্রিকল সংকোচন
১৩। কোকেন আর অন্যান্য অনেক মাদক
ডাক্তার কখন দেখাবেন
- বুকে ব্যাথা বা চাপ
- শ্বাস কষ্ট
- মাথা ঝিম ঝিম
- মূর্ছা যাওয়া
কারণ বের করতে ক্লিনিকেল পরীক্ষা আর করা হতে পারে
- ই সি জি
- হলটার মনিটার
- ইভেন্ট মনিটার
- ইকো কার ডিও গ্রাম