মলদ্বারের ভিতরে কিংবা মলদ্বারের চারপাশে যে ফোলা অংশ, যার ভিতরে রক্তনালী থাকে, তাকে পাইলস বা Haemorroids বলে। যে কারো, যে কোন বয়সে এই পাইলসের সমস্যা দেখা দিতে পারে। তবে গর্ভকালীন সময়ে হরমোনের প্রভাবে রক্তনালী কিছুটা শিথিল হয়ে যায় বলে এই সমস্যা বেশি দেখা দেয়।
লক্ষণসমূহ
১)মলদ্বারের চারপাশে ব্যথা,ফুলে যাওয়া কিংবা চুলকানি
২)মলত্যাগের সময় মলদ্বারে ব্যথা অনুভব হওয়া এবং মলত্যাগ শেষে শ্লেষ্মা বের হওয়া
৩)মলত্যাগের পর মাংসপিন্ডের মত কিছু “ঝুলে থাকা” যা পরে হাত দিয়ে ঢুকিয়ে দেয়া লাগে
৪)মলত্যাগের পর রক্তপাত হওয়া,যা সাধারণত উজ্জ্বল লাল রং এর হয়।
কিভাবে এই সমস্যা কমানো যায় কিংবা এড়ানো যায়
কোষ্ঠকাঠিন্য থাকলে এই সমস্যা খুব বেশি দেখা দেয়, তাই মল নরম ও নিয়মিত রাখার চেষ্টা করতে হবে এবং প্রচুর পরিমানে পানি ও আঁশযুক্ত খাবার খেতে হবে যেমন : রুটি,ফল,সবজি ইত্যাদি।
এছাড়াও যা করা যেতে পারে
- অধিক সময় ধরে দাঁড়িয়ে না থাকা
- নিয়মিত ব্যায়াম করা
- ঠান্ডা পানিতে সুতি কাপড় ভিজিয়ে ব্যথাস্থানে চেপে ধরা
- মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেয়া পরিহার করা
এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ওষুধ গ্রহণ করা যেতে পারে।