বয়স বাড়ার সাথে সাথে শরীরে বাসা বাঁধে নানান রোগ। কিছু রোগের লক্ষণ উপসর্গ প্রকাশ পেলেও অনেক রোগ ও অবস্থা আছে বেড়ে উঠে ধীরে ধীরে, কিছুটা গোপনে, কোন লক্ষণ ছাড়াই। হেলথ চেক আপে থাকলে সেসব আগাম ধরা পরে। এছাড়াও নানান ক্রনিক রোগের হালচাল বোঝার জন্য প্রয়োজন নিয়মিত চেক আপ। যেসব হেলথ চেকআপ সিনিয়র সিটিজেনদের করা উচিত তার একটি তালিকা নিচে দেয়া হলো:
- রক্ত চাপ চেক
- রক্তের কোলেস্টেরল, প্রয়োজনে লিপিড প্রোফাইল
- কোলনস্কপি
- টিকা
- চোখ পরীক্ষা
- মুখের স্বাস্থ্য পরীক্ষা
- শ্রুতি শক্তি পরীক্ষা
- বোন ডেনসিটি স্ক্যান
- ভিটামিন ডি টেস্ট
- থাইরয়েড হরমোন স্ক্রিনিং
- স্কিন চেক
- রক্তের সুগার টেস্ট
- ম্যামগ্রাম (নারীদের জন্য)
- প্যাপ স্মিয়ার (নারীদের জন্য)
- প্রোস্টেট ক্যানসার স্ক্রিনিং (পুরুষদের জন্য)