বয়স্ক মা বাবার দেখভাল
বুড়ো হওয়া জীবন সত্য , সব পরিবারেই হবে।বয়স্ক মা বাবা সিনিয়ার হয়ার পরও যদি সুস্থ থাকেন ভালও , কিন্তু এক সময় হতে পারে নানা অসুখ , তখন প্রয়োজন হতে পারে দীর্ঘ মেয়াদী পরিচর্যা
প্রতিদিনের জীবন যাপন
নিজে খেতে পারেন কিনা
নড়া চড়া , চলা ফেরার ক্ষমতা
নিজে পোশাক পরতে পারেন কিনা
নিজে স্নান করতে পারেন কিনা
ব্যক্তিগত পরিচ্ছন্নতা
নিজে ,দাঁত ব্রাস করা, চুল আঁচড়ান , নিজে সাজা ,সেভ করা পারেন কিনা
টয় লেট পরিচ্ছন্নতা
নিজে মল মুত্র ত্যাগ করা , পরিচ্ছন্ন হওয়া পারেন কি না
স্বতঃস্ফূর্ত অন্যান্য কাজ ঃ
রান্না করা , মিল তৈরি করা
ঘর দোর পরিস্কার করা
নিজে অন্যত্র যেতে পারেন কিনা
শপিং করা , দোকানে কেনা কাটা করা
টাকা পয়সা হিসাব রাখা , বিল দেওয়া
ফোনে কথা বলতে পারেন কিনা
ওষুধ পত্র খেতে পারেন কিনা নিজে
বসবাসের ব্যবস্থা
তারা কি একা থাকে , স্বজনরা কি কাছে থাকে ?
নিজ গৃহে থাকার ইচ্ছা
ওল্ড হোম
নারসিং হোম
ছেলে মেয়ের সাথে
সহায়তা নিয়ে বসবাস
অর্থনৈতিক অবস্থা
সরকারী সুবিধা সুযোগ
হেলথ চেক আপ আর সুবিধা
TODAY IS SENIOR CITIZENS DAY