ইমিউন সিস্টেমে সমস্যা হলে এসব উপসর্গ থাকতে পারে
১। শীতল হস্ত
২। বাথ রুম সমস্যা
৩। শুকনো চোখ
৪। ক্লান্তি অবসন্নতা
৫। অল্প জ্বর
৬। মাথা ধরা
৭। র্যাশ
৮। গিটে ব্যথা
৯। ছোপ ছোপ কেশ হানি
১০। বার বার সংক্রমণ
১১। হাত পা ঝিনঝিন
১২। গিলতে অসুবিধা
১৩। ওজন পরিবর্তন
১৪। সাদা ছোপ
