কোভিড-১৯-এর নতুন ভেরিয়েন্ট অমিক্রন তার উপস্থিতি জানান দিতে পারে নানান উপসর্গ নিয়ে। এই নিয়ে একে কৌতুক মনে হলেও বাস্তবে ঘটে।
- শুস্ক কাশ
- আদ্র কাশ
- সঠিক কাশ (না শুকনা না ভেজা) নাই কফ
- নিরুদন (dehydration) হল আর তখন কিছু উপসর্গ
- রাতে ঘুম হয়নি
- গলা ব্যাথা
- ব্যথা ঠিক না তবে কেমন ভাল লাগে না গলাতে
- গলার ভেতর চুলকানি
- ক্ষুধা / আহারের বেশি ইচ্ছা/ ক্ষুধা মন্দা
- চোখ ছল ছল
- চোখ স্বচ্ছ, হার্ট পরিপূর্ণ, হারতে মন নাহি চায়, ভালই ত লাগছে, আরে !
- ক্লান্তি (কোভিড নিয়ে ভাবনায় মন মাতালো)
- দুশ্চিন্তা ( যদি কোভিড ধরে )
- অবসন্নতা (করোনা নিয়ে ভাবতে ভাবতে)
- চোখ ঘষছেন আর এতে লাগে ব্যথা তবু ঘষতে মন চায় দারুন ছাড়া যায় না
- অহং বোধ জাগ্রত
- মনে হল শরীর যেন অস্পর্শ
- তালু ঘামছে, হাঁটু দুর্বল, ভারী বাহু
- ইন্সটাগ্রাম এড সব কোভিড
- অনিদ্রা
- মনে হচ্ছে নৃত্য করি থমকিয়া থমকিয়া
- হাঁচি হ্যাঁচ্চো। কেউ বলছে না জীব জীব
- চোখ মারা বাড়ে
- মৃত্যু ??
- ফ্লুর অন্যান্য উপসর্গ
এরকম কারো হয়েছে সব না হলেও কয়েকটি?
সহায়ক সূত্র: WHO, CDC