২০২২ সাল আমাদের সবার জন্য টিপিং পয়েন্ট। আমাদেরকে অতিক্রম করবে, আচ্ছন্ন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টো কারেন্সি হতে যাচ্ছে সত্যি। ইলেকট্রিক ভেহিকল রিয়ালিটি উড়াল দেবে ২০২২ সালে। কিন্তু ভবিষ্যৎ বাণী করা কঠিন কারণ দ্রুত বদলে যায় সব অসম্ভবের সীমানায়। কোভিডের সর্বশেষ ভার্সন ওমিক্রন ছিল ডিসেম্বর ৩১-এর আলোচিত বিষয়।
ম্যালকম গ্লাডওয়েল লিখে বসলেন TIPPING POINT, পড়ে ফেলতে পারেন। কী করে ছোট খাট জিনিষ বিরাট পার্থক্য এনে দেয়।
২০২২ সালে আমাদের টিপিং পয়েন্ট
- হবে ব্যাপক অটো মেশন
- কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতনভাবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে
- আসতে শুরু করবে ইভি। ইলেকট্রিক ভেহিকল। কম্বাশন ইঞ্জিন দূর।
- আগত এক ভয়ঙ্কর ভাইরাস
- হেলথ কেয়ার সিস্টেম দেখবে ডিজিটাল বাস্তবতা, আর হবে শোকাহত
- ফাইভ জি হাতের নাগালে
- পৃথিবীর ১% অতি ধনি আমাদের হতাশ করবে আরও বেশি
- মার্কেটিং হবে মেসিন আর সিস্টেম চালিত
- নতুন পরাশক্তির হুমকি