উচ্চ রক্তচাপ বা High Blood Pressure এর ডাক্তারি পরিভাষায় HYPERTENSION (হাইপারটেনশন)। হাইপার মানে বেশি আর টেনশন মানে চাপ=বেশি চাপ। হার্ট প্রেসার দিয়ে রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন অংশে পাঠায়। রক্তনালী, এক্ষেত্রে ধমনী বা আর্টারিতে সে প্রেশার মাপা যায়। প্রেশার মাপার মেশিন দিয়ে আসলে আমরা এ প্রেসারটাই মাপি। অর্থাৎ হার্ট কত প্রবলভাবে চাপ দিয়ে আর্টারিতে রক্ত পাঠাচ্ছে এটাই রক্তচাপ। শরীরের সব আর্টারির এই চাপ সহ্য করার ক্ষমতা সমান নয়। তাই আমরা বলি, রক্তচাপকে একটা স্বাভাবিক পর্যায়ে রাখতে হবে। বেশি প্রেসারে রক্তনালী ছিঁড়ে গিয়ে (বিদীর্ণ) বিপদ ঘটাতে পারে। যেমন যদি ব্রেইনে রক্তনালী ছিঁড়ে যায় একে আমরা বলি স্ট্রোক। এবার নিশ্চয় বুঝতে পারছেন প্রেসার কন্ট্রোল করা নিয়ে ডাক্তার থেকে শুরু করে সব স্বাস্থ্য সংস্থা, অধিদপ্তর কেন এত গুরুত্ব দিচ্ছে। কারণ প্রেসার কন্ট্রোল করতে না পারলে যেসব আর্থসামাজিক, ব্যক্তি ও পারিবারিক জীবনে বিপর্যয় নেমে আসবে তার ক্ষতি আরও বেশি। এজন্য সরকারী হাসপাতালে রক্তচাপের ওষুধ ফ্রিতে সরবরাহ করে থাকে, সাথে অনেক হাসপাতালে এমনকি উপজেলা পর্যায়ে উচ্চ রক্তচাপ ও এ ধরনের অন্যান্য রোগের চিকিৎসার জন্য আলাদা কর্নারও চালু করেছে, দ্রুত সেবাদানের জন্য আধুনিক সব যন্ত্রপাতিও রাখা হয়েছে এসব সেবাকেন্দ্রে।
