দুটো বিষয় আমরা জেনেছি
- গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় এর সন্ধান পাবার পর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে
- এ ছাড়া বিশ্বে সংক্রমিতদের মধ্যে বেশির ভাগ হল ওমিক্রন
কেন এত দ্রুত ছড়াচ্ছে এ বিষয়ে তিনটি কারণ বলেছেন হুর বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরকভ।
১। বেশ কয়েকবার মিউটেশনের পর এই ওমিক্রনের উদ্ভব আর তাই এমন রূপ দেহ কোষে দ্রুত প্রবেশের শক্তি অর্জন করেছে ।
২। এখানেই এর ক্ষমতার শেষ নয়, এটি সহজে এড়িয়ে যেতে পারে আমাদের ইম্মুন সিস্টেম কে আর তাই আগে করোনা হলেও। টিকা নিলেও ওমিক্রনে আক্রান্ত হবার ঝুকি থেকে যায় ।
৩। ডেল্টার এমন রূপ যা শ্বাস যন্ত্রের নিচে বা ফুস্ফুসে হানা দেই আর ওমিক্রন আঘাত করে উপরিভাগে। এজন্য সংক্রমণ ছড়াবার শক্তি এর বেশি।
তবে ডেল্টার মত অতো মারাত্মক নয় । সর্দি কাশি। মাথা ধরা। এরপর কয়েকদিন সেরে যায়। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায়, হাত ধোয়া, ভিড় এড়ানো আর টিকা নেয়া, টিকা নিলে সংক্রমণ গুরুতর হয় না।