আজ ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরলেমিয়া সচেতনতা দিবস (Familial Hypercholesterolemia Awareness Day)। ২৫০ জনে ১ জনের হতে পারে। আগাম চিহ্নিত না হলে আর চিকিৎসা না হলে করোনারি ধমনী রোগ আগাম হওয়ার সম্ভাবনা ২০ গুন বাড়ে।
ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া ডে (Familial Hypercholesterolemia Day)
মনে আছে আমার পোস্ট গ্রাজুয়েট করার সময় থেকে, ১৯৭৩ সাল থেকে আমি যখন আইপিজিএমআর (এখন বিএসএমএমইউ) ৪৯ বছর আগে থেকে কোলেস্টেরল আমার গবেষণার বিষয়। তখন নতুন বেরিয়েছে নেফেলোমেটরি। এ দিয়ে ল্যাবে নির্ণয় করলাম ফ্যামিলিয়াল হাইপার-কোলেস্টেরলেমিয়া, তরুণদের। মনে হয়েছিল টাইপ-৩ হাইপার-লিপিডিমিয়া।হাতের তেলোর রেখা হলুদ চর্বিতে অংকিত। বাঁচলনা বেশি দিন, মারা গেল ম্যাসিভ হার্ট এটাকে সেই অল্প বয়সে।
আমি তখন প্রভাষক পিজি-তে।
আমার এক বন্ধু তখন সম্ভবত বোরিনজারের এই যন্ত্র নিয়ে এসেছিলেন তিনি তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অবশ্য আজ তিনি বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির কর্ণধার। এখন সনাক্ত করার কৌশল অনেক উন্নত, চিকিৎসাও অনেক অগ্রসর।
এই দিবস স্মরণ করতে গিয়ে অনেক কথা মনে পড়ল। আমি জীবনভর কোলেস্টেরল নিয়ে গবেষণা করেছি দেশে বিদেশে। আজ ক্ষান্ত, শ্রান্ত, অবসরে কেবল স্মৃতি রোমন্থন। আর ওই পারের ডাক শোনার অপেক্ষায়।