হৃদ নিস্ক্রিয়া বা হার্ট ফেইলিউর (Heart failure) বাড়ছে কম বয়সীদের মধ্যে। সাধারনত রোগটি বৃদ্ধ আর রুগ্ন মানুষের মধেই বেশি এমন ধারণা ছিল কিন্তু সম্প্রতি এমেরিকান কলেজ অব কার ডি ও ল জির জারনেলে সদ্য প্রকাশিত নিবন্ধে প্রকাশ হয়েছে ৬৫ নিম্ন লোকের মধ্যে এ রোগ ক্রমে বাড়ছে , বেশি হচ্ছে ৩৫-৬৪ বয়সি লোকের মধ্যে , বেশি আফ্রিকান এমেরিকান দের মধ্যে।
বিজ্ঞানীরা বলছেন এই বৃদ্ধি হল ঝুকি উপাদান ক্রমে বাড়ার জন্য যেমন স্থূলতা , ডা য়ে বে টি স ,উচ রক্তচাপ, অলস জীবন এবং জীবন যাপনে ভুল পছন্দ
হার্ট ফেলিওর তখন হয় যখন হার্ট শরীরের চাহিদা মত যথেষ্ট রক্ত পাম্প করতে পারেনা , হতে পারে হার্ট শক্ত , দৃঢ় আর বড় হয়েছে পাম্প করার শক্তি তাই কম বা হার্ট হয়েছে দুর্বল আর ক্ষতি গ্রস্ত যখন হার্ট পর্যাপ্ত রক্ত পাম্প করতে পারেনা ।
এমন হওয়ার পেছনে যে সব কারণ
অস্বাভাবিক হার্ট কপাটিকা
জন্মগত হার্টের রোগ
হৃদ পেশীর অসুখ
হার্ট এ টা ক
হৃদ পিণ্ডে ধমনী রোধ
উচ্চ রক্ত চাপ
সংক্রমণ
স্থূলতা
অস্বাস্থ্য কর খাদ্য
ধুম পান
জিন গত কারন
কি করে প্রতিরোধ করা যাবে
স্বাস্থ্য কর জীবন যাপন (স্বাস্থ্য কর ওজন ,স্বাস্থ্য কর আহার ,প্রতিদিন ব্যায়াম আর তামাক গ্রহন না করা )
ডা য়ে বি টি স ,রক্ত চাপ , আর কোলেস্টেরল ডাক্তারের পরামর্শে বজায় রাখা
রোগটি এবং এর ঝুঁকি গুলো চেনা জানা এমনকি পারিবারিক ইতিহাস ও । উপসর্গ চিনলে কা র ডি ও লো জি সট কে দেখান
প্রয়োজনে ডাক্তার দেখান আর তার পরামর্শ মত চলুন ।